করোনা আতঙ্কে ক্রেতা নেই বাজারে। তবু চড়া সবজি, মাছ, মাংস, চাল, ডাল, ভোজ্যতেলের বাজার। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজি কেজিপ্রতি বিক্রি হচ্ছে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে। চালের দাম বেড়েছে কেজিপ্রতি সাত থেকে ১০ টাকা। বিভিন্ন প্রকারের ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে।
লিটারপ্রতি খোলা ভোজ্যতেলর দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত। চড়া মাছের বাজারও। বিভিন্ন প্রকারের মাছের দাম বেড়ে কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।
গরুর মাংসের দাম কেজিতে ২০ টাকা বেড়ে এখন ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কমেছে মুরগি ও ডিমের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন মসলা। অপরিবর্তিত আছে পেঁয়াজ ও রসুনের দাম।
বিক্রেতারা বলছেন, করোনা ভাইরাসের আতঙ্কে বাজারে মালমালের সরবরাহ কম হওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে পণ্যের। অন্যদিকে ক্রেতারা বলছেন, করোনাভাইরাস আতঙ্ক নয়, বেশি মুনাফার আশায় সংকটকালীন সময়ে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
আনন্দবাজার/ টি এস পি