বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে পালিত হচ্ছে অঘোষিত লকডাউন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে  রাজধানীতে বন্ধ করা হয়েছে গণপরিবহন ও সরকারি সব অফিস আদালত। যার ফলে রাস্তায় নেই মানুষ, নেই কোন কোলাহল। নগরীর ব্যস্ততম সড়কগুলোও হয়ে পড়েছে নিস্তব্ধ। এতে পুরো রাজধানীতেই পালিত হচ্ছে যেন অঘোষিত লকডাউন।

রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ হয়ে বিজয় সরণি। সবগুলো সড়কই জনশূন্য। অচেনা মনে হলেও করোনা প্রতিরোধে এ মহানগরীর এ নীরবতা। মানুষের মাঝে ফিরেছে সচেতনতার বার্তা। পালন করছে প্রতিটি মুহুর্তে।

এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, রয়েছে পুলিশও। চেকপোস্ট বসানো হয়েছে প্রায় প্রতিটি মোড়েই।

 অন্যদিকে  রাজধানী ছাড়তে তবুও বাস টার্মিনালে গেছেন কেউ কেউ।কাউন্টারে থাকা বাস কোম্পানির লোকেরা বলেন, কেউ আসলে বলে দিচ্ছি গাড়ি চলার কোনো সম্ভাবনাই নাই ৪ এপ্রিল পর্যন্ত।

দূরপাল্লার বাসের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে রেল ও নৌযানও এবং বিমান চলাচল।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লকডাউন হলেও খোলা থাকবে সকল ব্যাংক

সংবাদটি শেয়ার করুন