ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ফাঁকা রাজধানী

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে ১০ দিনের বাধ্যতামূলক সরকারি ছুটি। এসময় সব ধরনের গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো রাজধানী।

এদিকে স্বাধীনতা দিবসের ৪৯ বছরেও এমন ঢাকা কেউ দেখে নাই। প্রতিটি স্বাধীনতা দিবস পালন করা হলেও করোনার কারণে এবার তা পালন রা হচ্ছে না।

সরকারি নির্দেশনা মেনে কোন ধরণের যাত্রীবাহী বাস চলাচল করছে না। বন্ধ রয়েছে ট্রেন ও নৌযান চলাচলও। তবে আজও ঢাকা ছাড়ার চেষ্টায় বাস টার্মিনালে আসতে দেখা যায় বেশ কিছু যাত্রীকে। তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর সব মার্কেটও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে ফুটপাতে সকল দোকান পাট।

সামাজিক দূরত্ব তদারকিতে সক্রিয় রয়েছেন সেনাবাহিনীর টহল দল ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। প্রতিটি জেলা-উপজেলায় জনগনকে সামাজিক দূরত্বে রাখার জন্য কাজ করছে তারা।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন