মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার মহামারির মধ্যেই আবির্ভাব হন্তাভাইরাসের, মৃত ১

একে সারাবিশ্ব কাঁপিয়ে তুলেছে প্রানঘাতী করোনাভাইরাস। এরই মাঝে নতুন করে আবির্ভাব হল হন্তাভাইরাস।

সোমবার (২৩ মার্চ) চীনের ইউন্নান প্রদেশে হন্তাভাইরাসের কারণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ‘সম্প্রতি শেনডং প্রদেশ থেকে ইউন্নান প্রদেশে যাওয়ার পথে যাত্রিবাহী একটি বাসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নমুনা পরীক্ষা করে দেখা যায়, হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। এছাড়া বাসের বাকি ৩২ জন যাত্রীর নমুনাও পরীক্ষা করা হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যানুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভূক্ত হন্তাভাইরাস। সাধারনত ইঁদুর ও কাঠবেড়ালিদের শরীরে থাকে এটি। আক্রান্ত হলে উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, বমি, পেটে ব্যথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা।

 

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দক্ষ কর্মী নেবে ইতালি

সংবাদটি শেয়ার করুন