মহামরী করোনাভাইরাস আতঙ্কে দোকানে ক্রেতা না থাকায় দেশের সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে সুপার শপগুলো এ নির্দেশনার আওতাভুক্ত থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি গত রবিবার (২২ মার্চ) সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে জানায়, দেশে করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন আগোরা, মিনা বাজার, স্বপ্ন, ইউনি মার্ট, প্রিন্স বাজার, ট্রাস্ট ফ্যামিলি, ক্যারে ফ্যামেলি-এর মতো সুপার শপগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগামী ২৫ -৩১ মার্চ পর্যন্ত সুপারশপগুলো খোলা থাকবে।
বিবৃতিতে দেশের এমন দুর্যোগপূর্ণ সময়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহে সুপার শপগুলো জনগণের পাশে থাকবে বলেও জানায় তারা। এর আগে রবিবার দেশের সুপারমার্কেটগুলোসহ সকল দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২৫-৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা হবে।
আনন্দবাজার/তা.তা