মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের নেতৃত্বে বুয়েটের একদল অ্যালামনাই সদস্য সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক তৈরি করছেন।
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য নেই কোনো পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই্)। সারাদেশজুড়ে করোনা মোকাবিলার প্রধান প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এছাড়া চিকিৎসকরাও সরকারের কাছে পর্যাপ্ত পিপিই সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন। এই দুশ্চিন্তার মধ্যে দিয়েই সুখবর জানালেন স্বপ্না ভৌমিক।
শনিবার (২১ মার্চ) রাতে নিজের ফেইসবুকে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সাহায্য করছে এফসিআই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন বলেও জানান।
ফেইসবুকে শামস রশীদ জয় লেখেন, ‘ স্বপ্না ভৌমিকের উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার ও নার্স, রোগী, অন্যান্য জরুরী সেবার সদস্যদের জন্য প্রায় চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরীর কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার। সারা দিন ধরে চলেছে ফ্যাব্রিকের সন্ধান, বুয়েট অ্যালামনাই সহায়তায় হয়েছে নকশা। স্বস্তির নিঃশ্বাস সন্ধ্যাতেই পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন।”
উল্লেখ্য, পিপিইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।
আনন্দবাজার/শাহী