করোনার ছড়িয়ে পড়া রোধে সভা, সমাবেশ এবং ওয়াজ আয়োজন থেকে বিরত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগতই বাড়ছে। সরকারের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ কেউই মানছে না। বেশকিছু জায়গায় এখনও সভা, সমাবেশ এবং ওয়াজ মাহফিল হচ্ছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব ধরনের সভা, সমাবেশ এবং ওয়াজ মাহফিল বন্ধ রাখার জন্য আহ্বান করছি। নির্দেশনা তো সব বন্ধ রাখার। এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। সবার সঙ্গে আমরাও বলছি।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন জানাচ্ছি। এটা কেউ না মানলে অবশ্যই অ্যাকশনে যাব।
দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আনন্দবাজার/ডব্লিউ এস