মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে ১ জনের মৃত্যু

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ।

পাশাপাশি নতুন আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল আইইডিসিআর।

এর ৫ দিন পর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।

পরবর্তীতে সোমবার (১৬ মার্চ) তিনজন এবং মঙ্গলবার (১৭ মার্চ) আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাস আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশে ফিরে এলে ১৪দিন হোম কোয়ারেন্টাইন অবশ্যই করতে হবে। সেই নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শীতকালীন সবজির দাম কমলেও ঊর্ধ্বমুখী আদা-রসুন

সংবাদটি শেয়ার করুন