সম্প্রতি গাজীপুর থেকে ঢাকার কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো ৮ জনের মধ্যে ১ জনের ‘করোনাভাইরাস পজিটিভ’ বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে গাজীপুরের মেঘডুবি এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা ৪৮জন ইতালী প্রবাসীর মধ্যে ৮জনকে দুই দফায় কুয়েতমৈএী হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে থেকে ১জনের ‘করোনাভাইরাস পজিটিভ’ এসেছে বলে জানান গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করে জানান- কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের ডাকা হয়েছে। যেহেতু ইতিমধ্যে একজনের ফলাফল পজিটিভ তাই বাকি ৪০জনকে আরও ১৪/২১ দিন এখানে থাকতে হবে। এছাড়া তিনি আরও জানান, গাজীপুরে আরও কোয়ারেন্টাইনে প্রস্তুত রাখা হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১১ জন। অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে আছেন অনেকে।
আনন্দবাজার/শাহী