শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। রবিবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। দেশে নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ রিট আবেদন করা হয়। দেশের স্থল ও নৌবন্দর বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে উক্ত রিটে।

এর আগে বাংলাদেশে তিনজনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছিল। তারা সুস্থ হয়ে উঠলেও শনিবার নতুন করে দুজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নতুন করে আরো দুইজন করোনা ভাইরাস রোগীর সন্ধান পেয়েছি। ইতালি ও জার্মানি থেকে আগত আক্রান্ত দুজন সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ ইতালি থেকে আরও ১৫৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমানবন্দরে এসে পৌঁছানোর পর সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে তাদের আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষকদের মানবেতর জীবন-যাপন

সংবাদটি শেয়ার করুন