এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে সোয়া ছয় লাখ টন আমন ধান কিনেছে সরকার। আমন ধান কেনার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রেকর্ড এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, খাদ্য সচিব নাজমানারা খানুম, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সরোয়ার মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর কৃষকদের কাছ থেকে প্রায় ছয় লাখ ২৭ হাজার টন ধান কেনা হয়েছে। যদিও সরকারের পরিকল্পনা ছিল ছয় লাখ ২৬ হাজার ৯৯১ টন আমন ধান কেনার। তাছাড়া তিন লাখ ৩৭ হাজার ৬১৮ টন সিদ্ধ চাল ও ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল কেনা হবে।
এই সফলতার পেছনের কারণ জানাতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে আমরা কৃষকদের তালিকা সংগ্রহ করেছি। এরপর জেলা প্রশাসকসহ সবাইকে সাথে নিয়ে সরকারের ২৫টি টিম মাঠে কাজ করেছে। তারা এ বিষয়ে তদারকি করেছেন। এর ফলেই এই রেকর্ড অর্জিত হয়েছে।
আনন্দবাজার/তা.তা