বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশগ্রহন করা প্রায় ৬৮ শতাংশ কোম্পানিরই দরপতন হয়েছে। আজ বেলা ১১টা ৩০ মিনিটে শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে ১২৬ কোটি ৯১ লাখ টাকার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৯৬ পয়েন্টে।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৭২ লাখ টাকার।
আনন্দবাজার/তা.তা