মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়বাংলা জাতীয় স্লোগান

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।পাশাপাশি রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা যাতে বক্তব্যের শেষে জয়বাংলা স্লোগান দেন সে বিষয়ে গেজেট জারি করতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ নির্দেশ দেন।আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

আদেশে আরো বলা হয়, জাতীয় দিবসগুলোয় উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রীয় সব কর্মকর্তা সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে জয়বাংলা স্লোগান যাতে উচ্চারণ করেন, সে জন্য বিবাদীরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।তাছাড় সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি শেষে ছাত্র-শিক্ষকেরা যাতে ‘জয়বাংলা’ স্লোগান উচ্চারণ করেন, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরিপত্র জারি করতে হবে বলে নির্দেশ দেয় আদালত।

একই সাথে এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ে আদালত বলেন, মুক্তিযুদ্ধের সময় জয়বাংলা স্লোগানই ছিল দেশ মুক্তির মন্ত্র। এই স্লোগান জাতিকে এক কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল।এছড়া আদালত দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর যেসব ভাষণ রয়েছে সেগুলো বারবার প্রচার করা উচিত বলেও জানান।

পরে আদালত সংবিধানে জয়বাংলা স্লোগান সন্নিবেশিত হবে কিনা এ বিষয়ে বলেন, তা রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত। আদালত এ নিয়ে আদেশ দেবে না।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  প্রায় ১০০ দেশে ছড়িয়েছে ডেল্টা : ডব্লিউএইচও

সংবাদটি শেয়ার করুন