বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে স্কুল বন্ধ হবে: শিক্ষা উপমন্ত্রী

দেশে করোনায় আক্রান্ত তিন ব্যক্তি শনাক্তের পর সবার মধ্যে তৈরি হয়েছে এক ধরনের আতঙ্ক।অনেক অভিভাব দাবি তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার। এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এখনই কিছু ভাবছিনা উল্লেখ করে বলেন, আমরা সব ধরনের সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে গতকাল রবিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বাংলাদেশে তিন জনের করোনা আক্রান্তের কথা জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হলেও এটা দ্রুত ছড়িয়ে পড়বে না বলে আশা প্রকাশ করেছেন আইইডিসিআর পরিচালক পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি স্কুল কলেজ বন্ধ করে দেয়ার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি বলে রোববার  নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

আনন্দবাজার/শহক 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সবচেয়ে বড় রাত আজ, ছোট দিন আগামীকাল

সংবাদটি শেয়ার করুন