মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে রক্ষা পেতে আইসিডিডিআর,বি’র পরামর্শ

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস এখন বাংলাদেশেও প্রবেশ করেছে। বাংলাদেশে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর। 

আইসিডিডিআর,বি করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে পরামর্শ দিয়েছে। সেগুলো হল :

> হাঁচি বা কাশি দেয়ার সময় হাতের কনুই এর ভাঁজে বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢাকুন। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলুন এবং স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করুন।

> পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন।

> দুই হাতের উভয়পাশ কবজি পর্যন্ত ও নখগুলো ঘন ঘন পরিষ্কার করতে হবে। সাবান ও পানি দিয়ে ৪০ থেকে ৬০ সেকেন্ড অথবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড পরিষ্কার করতে হবে।

> অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

> আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাঁচি, কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জুতায় ৫ দিন বাঁচে করোনা

সংবাদটি শেয়ার করুন