ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজার দখলে তৈরি হচ্ছে ২৮২ ধরনের পাটজাত পণ্য

চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত ৬১৬ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করা হয়েছে। একইসময়ে যা গত অর্থবছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

গত শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় পাটদিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি আরও জানান, বিশ্ববাজার দখলে বর্তমানে ২৮২ ধরনের পাটজাত পণ্য তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিদেশে দূতাবাসগুলোর মাধ্যমে পাটপণ্যের ব্র্যান্ডিংয়ের যথাযথ উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি পাটপণ্যের রপ্তানি আয় বাড়লেও বাংলাদেশ পাটকল করপোরেশন-বিজেএমসি প্রতিবছর লোকসান দিচ্ছে।

এছাড়া, বিজেএমসিকে নিয়ে নতুন করে ভাবা উচিত বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন