ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসএমই

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সাথে বেকারত্ব কমাতে প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। পাশাপাশি যুবকদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়া শিখে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন।

আজ বুধবার (৪ মার্চ) ৮ম জাতীয় পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনিএসব কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনকে গবেষণার জন্য উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এসএমই থেকে ঋণ নিয়ে আজ বহু নারী এবং যুবক স্বাবলম্বী হয়েছেন। আমরা ঋণের সুদ কমিয়ে এক ডিজিটে নিয়ে আসছি। যেন আরও যুবক এবং বোনেরা এগিয়ে আসতে পারেন।

আরও পড়ুন : ভেঙে গেল শাবনূরের ৮ বছরের সংসার

তিনি আরও বলেন, দেশে চতুর্থ শিল্প বিপ্লব আসছে, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন ডিজিটাল ট্রেনিং গ্রহণ করতে হবে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ডিজিটালের সাথে তাল মিলিয়ে যুবকদের এগিয়ে যেতে হবে।

চলতি বছর এসএমই উদ্যোক্তাদের অবদান এবং অংশগ্রহণকে স্বীকৃত দেয়ার উদ্যেশে এসএমই ফাউন্ডেশন কর্তৃক পুরুষ এবং নারী ক্যাটাগরিতে মোট পাঁচজনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২০ প্রদান করা হয় এবং তাদেরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন