ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ হলেও ব্যর্থ চালে

আমন মৌসুমে ধান সংগ্রহে রেকর্ড করতে যাচ্ছে সরকার। দেশের অভ্যন্তরীণ বাজার থেকে আমন ধান সংগ্রহের ইতিহাসে এবারই প্রথম সংগ্রহের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ২৬ হাজার টন কম। সংগ্রহের সময়সীমা শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে ধান সংগ্রহে রেকর্ড হলেও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না চাল সংগ্রহে। চাল সংগ্রহের পরিমাণ এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ টন কম রয়েছে।

চলতি আমন মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ ২৬ হাজার ৯৯১ টন ধান ও ৩ লাখ ৮১ হাজার ৫১৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এর মধ্যে সিদ্ধ চাল ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন ও আতপ চাল ৪৩ হাজার ৯০০ টন। ধান কেজি প্রতি ২৬ টাকা দরে, সিদ্ধ চাল ৩৬ টাকা দরে ও আতপ চাল ৩৫ টাকা দরে সংগ্রহ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, এর আগে আমন মৌসুমে সর্বোচ্চ ৫০ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, ধানের মানসহ নানা জটিলতার কারণে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেও ধান সংগ্রহের পরিমাণ বাড়ানো যায়নি। কিন্তু এবার লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬ লাখ টন ধান সংগ্রহ করা হয়েছে।

এদিকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের দিকে গেলেও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ৩ লাখ ৮১ হাজার ৫১৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মাত্র ২ লাখ ৭৫ হাজার টন চাল সংগ্রহ করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন