ঢাকা | রবিবার
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে

প্রবাসীরা চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৫ কোটি ২০ লাখ ডলার সমমূল্যের অর্থ পাঠিয়েছেন। যা আগের বছরের ফেব্রুয়ারি মাসের চেয়ে ১০ শতাংশ বেশি। প্রবাসীরা ১৩১ কোটি ৭৭ লাখ ডলার দেশে পাঠিয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে।

এ তথ্য ১ মার্চ প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে থেকে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বৈধপথে রেমিট্যান্স গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বেড়েছে। এর কারণ সরকার দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এবং ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসেই রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানন, সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানো ধারাবাহিকভাবে বেড়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন