ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনা শনাক্তের ৭ স্ক্যানারের মধ্যে ৬টি’ই নষ্ট

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তে দেশে মোট ৭টি থার্মাল স্ক্যানার স্থাপন করা হলেও এর ৬টিই নষ্ট। এরমধ্যে সচল স্ক্যানারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে। বাকি বন্দরগুলোতে থার্মাল এর পরিবর্তে হ্যান্ড স্ক্যানার দিয়ে চলছে স্বাস্থ্য পরীক্ষা। আজ রবিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

সম্প্রতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তিন স্তরের নিরাপত্তা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য জোরেশোরে চলছে থার্মাল স্ক্যানার কেনার প্রক্রিয়া। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১০টি স্ক্যানার চেয়ে আবেদন করা হয়েছে। পাশাপাশি আরো কিছু সংস্থার কাছেও আবেদন করেছে সরকার। তবে, দেশে নতুন স্ক্যানার আনার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। এদিকে নভেল করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে আক্রান্ত দেশে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এখন পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষায় দেশে এখনো কেউ করোনায় আক্রান্ত শনাক্ত হননি। আইইডিসিআর পরিচালক ডা. ফ্লোরা জানান, “এখন পর্যন্ত আমাদের দেশে কোনো করোনাভাইরাস সংক্রমণ হয়নি। আমরা মনে করি, কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তাহলে সেটা কোনো দেশ থেকেই আসবে বলে আমাদের আশঙ্কা।”

সর্বশেষ তথ্য অনুযায়ী চীনসহ বিশ্বের ৫৪টি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় এখন প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।

উল্লেখ্য, চীন থেকে যে ২৩ বাংলাদেশিকে নয়াদিল্লি আনা হয়েছে তারা ভারতেই কোয়ারেন্টাইনে থাকবেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন