ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রাহকরা যেন সঠিকভাবে বীমার টাকা পায় : প্রধানমন্ত্রী

গ্রাহকরা যেন সঠিকভাবে বীমার টাকা পায় তা নিশ্চিত করতে হবে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১ মার্চ) প্রথম জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বীমা দিবসের এবারের প্রতিপাদ্য- বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বীমা কোম্পানির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে বীমা কোম্পানিগুলোতে ডিজিটালাইজড করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, বীমার টাকা পেতে অনেক সময় গার্মেন্টস কোম্পানি গুলোর মালিকেরাই তাদের প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেন। আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য সৎ ও দক্ষ পর্যবেক্ষক পাঠাতে হবে।

বীমাসেবা সহজিকরণ করলে দুর্নীতি দূর হবে এবং মানুষের হয়রানি বন্ধ হবে বলে জানান প্রধানমন্ত্রী। বীমাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বীমা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন