নাটোরে হঠাৎই ধ্বস নেমেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজিতে সেটি আজ ২০ টাকায় নেমে এসেছে। নাটোরের নলডাঙ্গা হাটে এ চিত্র দেখা গেছে আজ। এতে পেঁয়াজ চাষীদের পড়েছে মাথায় হাত।
কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে নাটোরের নলডাঙ্গায় শনিবারের হাটে পেঁয়াজ পাইকারী প্রতি কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৩৫টাকা। এখন পাইকারী প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। যা গত মঙ্গলবারেও হাটে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকায়। সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও হঠাৎ এই দরপতনে হতাশ চাষীরা।
অনেকদিন যাবত আকাশচুম্বী দাম থাকার পরে কৃষকরা ভেবেছিল এবার তারা গতবারের ক্ষতি পুষিয়ে নেবে। কিন্তু বাজারে এমন ধ্বস তাদের ভেতর আতঙ্কের সৃষ্টি করেছে।
কৃষকরা বলছেন, সরকার এই মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ না করলে প্রান্তিক চাষীরা ক্ষতিগ্রস্ত হবে।
আনন্দবাজার/তাঅ