এবারের বই মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এমনটাই জানিয়েছে বাংলা একাডেমি। এবার ২ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে গত বছরের তুলনায়।
মেলার শেষ দিনে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ গ্রন্থমেলায় আসা নতুন বইয়ের সংখ্যা জানানোর পাশাপাশি বই বিক্রির এই হিসাব দেয়।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিক্রির পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। ২০১৮ সালে ছিল ৭০ কোটি ৫০ লাখ টাকা, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ, ২০১৬ সালে ৪০ কোটি ৫০ লাখ, ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ, ২০১৪ সালে ছিল সাড়ে ১৬ কোটি এবং ২০১৩ সালে ১০ কোটি ১৪ লাখ টাকা।
আনন্দবাজার/এস.কে