ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ভয়াবহ আশঙ্কায় রয়েছে ভারত

ভারতে করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র ধরে টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংস্থাটি জানিয়েছে, ভারতে করোনা সংক্রমিত হলে দ্রুত তা উপমহাদেশের অন্যান্য দেশগুলোকেও ঝুঁকিতে ফেলবে।

ডেইলি মেইল জানায়, এখন পর্যন্ত ভারতে হাতে গোনা কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। কিন্তু জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার কারণে দেশটিতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা আরও জানায়, দেশটির করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করার ক্ষমতা ‌অত্যন্ত সীমিত।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীনের পরে করোনা ভাইরাসের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে চিন্তায় রেখেছে ভারত।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের হামলা ঠেকাতে যতটা স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, তা এই দেশের বেশিরভাগ জায়গাতেই নেই বলে মনে করছেন তারা।

এছাড়া, ভারতের পাশাপাশি ইরানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র জানা যায়, করোনা ভাইরাস ঠেকাতে ইরান যে ব্যবস্থা গ্রহণ করেছে তা অকার্যকর প্রমাণিত হয়েছে।

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন