বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৩০তম দেশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আ হ ম মুস্তফা কামাল জানান, বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে ৩০তম দেশ। আশা করি, ২০২৪ সালের মধ্যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে যাব। অর্থনীতিতে গত ১০ বছরের আমাদের যে অর্জন তাতে আমাদের মাথাপিছু আয়ের প্রবৃদ্ধিতে চীন ও ভারত ছাড়া ওপরে আর কোনো দেশ নেই।
তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের উন্নত দেশের সমান। এদেশের মানুষের মধ্যে কোনো ক্ষুধা-দারিদ্র্য থাকবে না। তিনি জোড় দিয়ে জানান বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বে প্রথম ২০টি উন্নত দেশের একটি। এটা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন এবং আমরা এটা বাস্তবায়ন করব।
অর্থমন্ত্রী আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। তবে তিনি আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, কোন পথে গেলে আমাদের এগোনো সহজ হবে। তিনি সেভাবেই আমাদের জন্য অর্থনীতিতে সফলতার পরিকল্পনা তৈরি করে গেছেন।
আনন্দবাজার/শাহী