ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে সর্বোচ্চ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেডরস আধানম গ্যাব্রিয়াসাস জানান, বিশ্বব্যপী ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

নতুন করে নাইজেরিয়া, নেদারল্যান্ডস, মেক্সিকো, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও ডেনমার্কে প্রথমবারের মত করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হওয়ার পর এই ঘোষণা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনের পর করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে।

বিশ্বের ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এবং আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত ২৮শ জন। এর মধ্যে চীনেই মৃত্যু হয়েছে ২ হাজার ৭শ ৮৮ জনের।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন