ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে বাণিজ্য ধস

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ধস নেমেছে চীনের আমদানি ও রফতানি বাণিজ্যে। দেশটির শিল্পখাত স্থবির হয়ে পড়ছে। চলতি বছরের জন্য আবারো দেশটির প্রবৃদ্ধি কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। চীনের আর্থিক এ দুরবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বিশ্বে।

চীনে অর্থনীতির শক্তিশালী চালিকাশক্তি কাঁচামালের আমদানি রফতানি কমেছে করোনাভাইরাসের কারণে। দেশটির সরকার হারাচ্ছে রাজস্ব। পুরো সরবরাহ ব্যবস্থায় নেমেছে ধস। ব্যবসায়িক ক্ষতি হয়েছে কোটি কোটি ডলার।

চীনের আমদানি রফতানি ব্যাহত হওয়ায় দেশটি থেকে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিয়েছে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, ২০২০ সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। এবং পুরো বিশ্ব প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন