ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিটিআরসিকে দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ রবির

সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি আদালতের নির্দেশ অনুযায়ী ২য় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিটিআরসির মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান টাকা পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি মাসের মাঝেই ২য় কিস্তির টাকা পরিশোধ করেছে রবি।

আরও পড়ুন : এসএসসি পর্যন্ত একটি বিভাগ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

জনা গেছে, গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা রবিকে পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। তবে পাঁচ মাসের মধ্যে পাঁচ কিস্তিতি এই টাকা পরিশোধ করতে বলেন আদালত। এবং এই সিদ্ধান্ত না মানলে বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেন আদালত।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন