ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ভয়াবহ বিপর্যয়ে পোশাক খাত

করোনার কারণে মারাত্বক বিপর্যয়ের মুখে দেশের পোশাক খাত। ২ মাস ধরে চীন থেকে পোশাক খাতের সকল কাঁচামাল আমদানি রফতানি বন্ধ থাকায় বায়ার হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো, বিনা পরিশ্রমে বেতন দিতে হচ্ছে শ্রমিকদের। আর এ কারণে এলসি খোলার পরিমাণ কমে গেছে ৭০ শতাংশ।

এফবিসিসিআই মতে, তৈরি পোশাক খাতের ৭০-৮০ শতাংশ কাঁচামাল আমাদনি করা হয় চীন থেকে। প্রায় দুই মাস ধরে চীনের সঙ্গে আমদানি রফতানি বন্ধ থাকায় একদিকে মালিকেরা সেল-বাই অর্ডার হারাচ্ছেন। পাশাপাশি ক্রেতারাও পাশ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছেন।

এদিকে বেশ কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিলেও বেশির ভাগ কোম্পানি কারখানার উৎপাদন বন্ধ করে শ্রকিদের ছুটি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ এলসি খোলা বন্ধ রয়েছে। এক কথায় অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়েছে। এর ফলে বড় ধরনের সংকটে নিমজ্জিত হয়ে পড়েছে অর্থনীতি।

এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বিভিন্ন ইস্যুতে ৮ মাস ধরে নেগেটিভ অবস্থায় ছিল দেশের পোশাক খাত। করোনাভাইরাসের কারণে নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে। আমরা উভয় সংকটে পড়েছি। কাঁচামাল আমদানির জন্য নতুন করে কারো কাছে যেতেও পারছি না। ঠিক কবে চীন থেকে আমদানি করতে পারবো তাও বলতে পারছি না।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন