মাহাথির মোহাম্মদ পদত্যাগের পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি বর্তমানে মালয়েশিয়ায় উপপ্রধানমন্ত্রী হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, তিনি মাহাথির ঘনিষ্ঠ এবং দেশটির ক্ষমতাসীন জোটের সাথী আনোয়ার ইব্রাহীমের স্ত্রী। বিরোধী দলগুলোর নতুন সরকার গঠনের ব্যর্থতায় আজ সোমবার মাহাথির মোহাম্মদ পদত্যাগের ঘোষণা দেন। এর পরেই দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল এক প্রতিবেদনের মাধ্যমে জানান যে, ওয়ান আজিজাহ নতুন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।
আরও পড়ুন : হজ্ব প্যাকেজে বাড়ছে খরচ
দেশটির একটি সূত্রের মাধমে জানা যায়, প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম) নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে আসার পর মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন এবং অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ওয়ান আজিজাহকে মনোনীত করেছেন।
আনন্দবাজার/ এইচ এস কে




