ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ্ব প্যাকেজে বাড়ছে খরচ

সম্প্রতি আসন্ন হজ্ব প্যাকেজ ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।

তবে এর আগে প্রথম ৩ ধরনের প্যাকেজ প্রস্তাব করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রস্তাবিত হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা, যা গেল বছর ছিল ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার টাকা, গত বছর ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা এবং নতুন প্যাকেজ-৩-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।

আরও পড়ুন : ৮০ শতাংশ মোটরসাইকেলই তৈরী হয় দেশে!

চলতি বছর মোট হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। তবে এরমধ্যে সরকারিভাবে হজ করতে যাবেন ১৭ হাজার ১৯৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন