ঢাকা | সোমবার
৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে বুকে টেনে স্বাগত জানালো মোদি

ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান মোদি। ভারতের মাটিতে পা রাখললে ট্রাম্পকে বুকে টেনে জড়িয়ে ধরেন মোদি। ভারত সফরে আসা অষ্টম মার্কিন প্রেসিডেন্ট হলেন  ট্রাম্প ।

সোমবার সকাল ১১.৪০ মিনিটের দিকে  আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরই সপরিবারে ট্রাম্প রওনা দেন সাবরমতী আশ্রমের উদ্দেশে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে সারবমতী আশ্রমে সপরিবার পৌঁছেছেন ট্রাম্প।ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কারও হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। এবগ কারও হাতে ভারতের পতাকা।

জানা যায়, এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ সমাবেশে যোগ দেবেন তিনি। সফরে তাজমহল পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন দূতাবাসে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে মঙ্গলবার রাত ১০টায় ট্রাম্পের নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে ট্রাম্পের।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন