ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ছড়িয়ে পড়েছে ৩২ দেশে

চীন ছাড়িয়ে বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতি করোনা ভাইরাস। এ অবস্থায় দিনকে দিন আতঙ্ক ক্রমশই বেড়ে চলেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে আরও ১০৯ জন মারা গেছেন।

 শনিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার তিনশ’ ছাড়িয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ।

এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার আতঙ্ক নিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে ইরানে নতুন করে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ৪ জনে।

লেবানন ও ইসরাইলে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার(২২ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন