ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণের হার

চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও গতকাল আবার বেড়েছে সংক্রমণের হার। বৃহস্পতিবার (২০/০২/২০২০) মধ্যরাত পর্যন্ত নতুন করে করোনা ভাইরাসে ৮৯৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জনে পৌঁছেছে।

বিগত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ১১৮ জনের। এখন মোট মৃতের সংখ্যা ২ হাজার ২৩৬ জন। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিনহুয়া আজ সকালে এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেই প্রদেশ এর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ৩৪৯ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের। এই তথ্যনুযায়ী গতদিনের তুলনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

শেষ ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১১ জন ও ১১৫ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন