রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়ে গেছে চিনির দাম। এক সপ্তাহের মধ্যে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। গত মাসে সরকারি চিনির দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। যার কারণে মিল মালিকরাও দাম বাড়িয়ে দিয়েছে।
বাজারে এখন বিদেশ থেকে কম দামে আমদানি করা চিনি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণ দেখিয়ে দাম বাড়াচ্ছেন। তারা আরও দাবি করছেন শুল্ক-কর না কমায় দাম কমানো সম্ভব হচ্ছে না।
সামনে গ্রীষ্মকালীন মৌসুম ও রোজা আসছে। সে সময় চিনির চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিতে মিল পর্যায়ে এখন চিনির দাম বাড়ানো হচ্ছে এমন অভিযোগ রয়েছে অনেকের।
চিনির পাইকারি দাম বাড়ছে বিগত দুই সপ্তাহ ধরেই। পাইকারিতে ৫০কেজি বস্তায় দাম বেড়েছে প্রায় ২৫০ টাকা। এই হিসাব অনুযায়ী প্রতি কেজিতে পাঁচ টাকা বেড়েছে। পাইকারিতে তিন হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি বস্তা চিনি। যার ফলে ৬৩ টাকা করে পড়ছে প্রতি কেজি চিনির দাম। ক্রেতাদের খুচরা প্রতি কেজি চিনি কিনতে গুনতে হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা।
আনন্দবাজার/এস.কে