বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে আজ ডিএসইতে টানা ৬ কর্মদিবস পর কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস তুলনায় ১৮৪ কোটি ১৮ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিলে এক হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার । এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আনন্দবাজার/তাঅ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দাম কমলো এলপিজি সিলিন্ডারের

সংবাদটি শেয়ার করুন