ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

শেয়ারবাজারের মন্দাবস্থা কাটাতে একটি সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলার জারির পর থেকেই শেয়ারবাজার এখন ঊর্ধ্বমুখী। আজ সোমবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। শেয়ারবাজারের টানা ৫ কার্যদিবসে বেড়েছে সূচক সেই সাথে বেড়েছে লেনদেনও।

 গত ১৬ জানুয়ারি শেয়ারবাজারের গতি ফেরাতে প্রধানমন্ত্রী  উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন ও কয়েকটি নির্দেশনা দেন। ওই বৈঠকের পর ১৯ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ইতিহাসের সর্বোচ্চ বাড়ে। পরবর্তীতে শেয়ারবাজার আবার আগের অবস্থায় ফিরে যায়।

আরও পড়ুন : ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ

তবে গত ১০ ফেব্রুয়ারি মন্দাবস্থা ফেরাতে বাজারে বিনিয়োগের জন্য প্রত্যেক ব্যাংককে ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে এবং এরপর থেকে শেয়ারবাজারে সূচক এবং লেনদেন বাড়তে থাকে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৮ পয়েন্ট। এবং অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)  সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ বেড়ে দাঁঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট। যা ২৪৭ কার্যদিবসের মাঝে সর্বোচ্চ লেনদেন।

আনন্দবাজার / এইস এস কে

সংবাদটি শেয়ার করুন