ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ

রাজধানীতে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগাপ্রজেক্ট বহুল আকাঙিক্ষত মেট্রোরেলের লাইন। সাধারণ মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এই মেট্রোরেল নিয়ে। কেমন হবে এই মেট্রোরেল, বগিগুলোই বা কেমন হবে, পুরোনো ট্রেনগুলোর মতো দেখতে হবে নাকি একেবারে নতুন ধরনের হবে, কী রঙের হবে কিংবা কত আসনের হবে-তা নিয়ে যেন আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের।

সর্বসাধারণের সেই আগ্রহের উত্তর দিতেই দেশে এসেছে মেট্রোরেলের প্রথম কোচ। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের মূল ডিপোতে কনটেইনার থেকে বের করে খোলা হয়েছে নতুন কোচটির মোড়ক। যদিও এই কোচটি সরাসরি মেট্রোরেলে থাকবে না। এটি মূলত প্রদর্শনীর জন্য আনা হয়েছে। সেইসাথে সাধারণ মানুষকে কীভাবে মেট্রোরেলে চড়তে হয়, তাও শেখানো হবে এই কোচটির মাধ্যমে।

এই প্রসঙ্গে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এ এন এম ছিদ্দিক জানান, জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে কোচটি। তবে এটি কোনো যাত্রী টানবে না। শুধু প্রদর্শন করা হবে। মূলকোচগুলোর মতো করেই এটি তৈরি করা হয়েছে।

জানা যায়, উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য রাখা হবে। এদিকে দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হবে এই নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকেট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ান, ট্রেন থেকে নামা- এসব বিষয়ে ধারণা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো চলতি বছরে ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন