ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৭৭০

করোনা ভাইরাস এর উৎপত্তি স্থান চীনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। একদিনে আরও ১০০ জনের মৃত্যু হয়েছে দেশটির হুবেই প্রদেশে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িছে ১ হাজার ৭৭০ জনে।

সোমবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ এর দেয়া তথ্য থেকে জানা যায়, রবিবার আরও একশত জন করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের হুবেই প্রদেশে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ জনে।

রবিবার আরও ১৯০০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ হাজার ১৮২ জন। এবং চীন এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ২০৪ জনে।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ২৮টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হুবেই প্রদেশের উহানে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন