দেশের শেয়ারবাজার এখন স্থিতিশীল। তবে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকটিতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। এদিন ডিএসইএক্সের মূল্য সুচক বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ পয়েন্ট। গত ৭ বছরের মধ্যে এই সূচকটি চালু হওয়ার একদিনের ব্যবধানে এটি দ্বিতীয় সর্বোচ্চ উত্থান।
২০১৩ সালের ২৭ জানুয়ারি এই ডিএসইএক্স সূচকটি ৪০৫৬ পয়েন্ট নিয়ে শেয়ারবাজারের যাত্রা শুরু করে। তবে এর আগেও এই বছরের ১৯ জানুয়ারি সর্বোচ্চ উত্থান হয়েছিল ২৩২ পয়েন্ট।
আরও পড়ুন : কারিগরি শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর গুরূত্বারোপ
শেয়ারবাজারের মন্দাবস্থা ঠেকাতে বিনিয়োগের জন্য প্রত্যেক ব্যাংককে ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে। আর ওই সার্কুলার জারির পর থেকেই শেয়ারবাজারের সূচক এবং লেনদেন বাড়তে থাকে। এই ধারাতেই আজ ডিএসইর সূচক ডিএসইএক্স ইতিহাসের দ্বিতীবারের মত সর্বোচ্চ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার এবং ইউনিট। যা ২৩৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। শেয়ারবাজারে আজ ৩৫৬ টি প্রতিষ্ঠান এবং ইউনিটের লেনদেন হয়েছে ডিএসইতে।
আনন্দবাজার / এইচ এস কে