ক্রেডিট কার্ডের গ্রাহক বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন ব্যাংক। অনেক ব্যাংকই তাদের কর্মীদের ক্রেডিট কার্ডের গ্রাহক বাড়ানোর টার্গেট দিয়ে মাঠে নামিয়েছে। এমনকি কার্ড শাখার পাশাপাশি অন্যান্য শাখার কর্মীদেরও দেয়া হচ্ছে টার্গেট।
এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদের হার কার্যকর করা হবে ৯ শতাংশ হারে। পাশাপাশি সব ধরনের আমানতের সুদহারও করা হবে সর্বোচ্চ ৬ শতাংশ। গত বছরের ৩০ ডিসেম্বর ৯-৬ শতাংশ হারে সুদ কার্যকরের ব্যাপারে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রীর ঘোষণার পর থেকেই ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের গ্রাহক বাড়াতে তোড়জোড় শুরু করে দেয়। সিঙ্গেল ডিজিটে সীমাবদ্ধ না হওয়ায় একমাত্র ক্রেডিট কার্ডেই মুনাফা বেশি করার সুযোগ থাকছে ব্যাংকগুলোর। আর এ কারণেই ব্যাংকের কর্মকর্তাদের টার্গেট দিয়ে নামানো হচ্ছে ।
জানা গেছে, চতুর্থ প্রজন্মের ওই ব্যাংকের প্রত্যেক কর্মকর্তাকে ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে দুটি ক্রেডিট কার্ড বিক্রির টার্গেট দেওয়া হয়েছে। প্রথম প্রজন্মের একটি ব্যাংক জানুয়ারি মাস থেকে প্রত্যেক কর্মীকে দিয়েছে একটি করে ক্রেডিট কার্ড বিক্রির টার্গেট। এছাড়া কার্ড ডিভিশনের কর্মকর্তাদের প্রতি মাসেই ১৮-২০টি কার্ডের টার্গেট দেয়া হচ্ছে, যা আগে আরো কম ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের এমডি বলেন, সব ঋণে ৯ শতাংশ সুদহার কার্যকর করা ব্যাংকগুলোর পক্ষে অনেক কঠিন। এমন বাস্তবতায় ব্যাংকগুলো আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ক্রেডিট কার্ড যেহেতু সিঙ্গেল ডিজিটের বাইরে থাকছে, সেহেতু এ সেবা সম্প্রসারণে মনোযোগী হচ্ছে ব্যাংকগুলো। এতে দোষের কিছু নেই বলেও মনে করেন তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস