কিছুতেই থামছে না মৃত্যুমিছিল। এখন পর্যন্ত চীনে দেড় হাজার মানুষের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৪৩ জন একই সঙ্গে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৪১ জন। দেশটিতে সর্বমোট ৫৫ হাজার ৪৩৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর: বিবিসির।
চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে উহান নতুন করে আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। গেল বৃহস্পতিবার প্রদেশটিতে ২৪২ জন মারা গেছেন এবং সংক্রমণ ঘটেছে ১৪ হাজার ৮০০ জনের মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে আসছে এ কথা বলার সময় এখন পর্যন্ত আসে নি। এখনো পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর চীনের সীমানা পেরিয়ে ২৭টি দেশে এই ভাইরাসের অস্বিত্ব পাওয়া যায়।
আনন্দবাজার/এম.কে