রাজধানীর সবজির বাজারে সব ধরনের সবজির দাম এখন বেশ চড়া। সপ্তাহের ব্যবধানে কমেনি সবজির দাম বরং বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ হাজীপাড়া, রামপুরা, খিলগাঁও এলাকার বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
মিয়ানমারের পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৪০-১৫০ টাকা।
এদিকে করলা, লাউ, শিম, শসা, মুলা, বাঁধাকপি, টমেটো, গাজর, ফুলকপি, বেগুন, শালগমে বাজার ভরপুর থাকলেও দাম বেশ চড়া। দামি সবজির তালিকায় প্রথমেই রয়েছে করলা। সবজিটি কেজিপ্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ ঘরে থাকা সবজির তালিকায় আরোও আছে- বরবটি, লাউ, কচুর লতি।
আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা পিস। এবং একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি। এছাড়াও বেড়েছে বেগুন, মুলা ও কাঁচা মরিচের দাম। মুলার দাম বেড়ে ৩০-৩৫ টাকা হয়েছে। যা গত সপ্তাহে ছিল ২০-২৫ টাকা। ৪০-৫০ টাকার বেগুন দাম বেড়ে ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫-২০ টাকা।
আনন্দবাজার/ টি এস পি