ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের লেনদেন চলছে ঊর্ধ্বমুখী প্রবণতায়

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে ঊর্ধ্বমুখী লেনদেন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু করার পর পরই ডিএসইর সূচক  বেড়ে ২৩ পয়েন্ট এবং সিএসইর সূচক বেড়ে ২৪ পয়েন্ট উন্নীত হয়েছে।

লেনদেন শুরু হয় সকাল সাড়ে ১০ টায়। কিন্তু বেলা ১১ তার পরেই সুচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৪৯৫ পয়েন্টে। তবে এই সময়ের মধ্যে শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয় ১২১ কোটি ৩৫ লাখ টাকার। কিন্তু লেনদেন সম্পন্ন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৪১টির ও অপরির্বতিত আছে ৫৪টি কোম্পানির শেয়ার।

আরও পড়ুন : কাঁকরা চাষীদের মাথায় হাত

অপরদিএকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)  সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫৭ পয়েন্ট হয়। কিন্তু এর আগে ১০টা ৪৫ মিনিটে সিএসইর সুচক বাড়ে ১৬ পয়েন্ট। এর পরেই সুচুকের গতির প্রবণতা দেখা দেয় ঊর্ধ্বমুখী।

আনন্দবাজার/ এইচ এস কে

 

 

সংবাদটি শেয়ার করুন