একটানা ৫ কর্মদিবসের পতন শেষে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ ডিএসই’তে মূল্য সূচকের ব্যাপক উত্থানে শেষ হয়েছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ৮৫ পয়েন্ট বেড়ে দারিয়েছে ৪ হাজার ৪৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে রয়েছে এক হাজার ৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৮৫ লাখ টাকার। যা গত কার্যদিবসের তুলনায় ১৬৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল মোট লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৮৯ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯৬টির এবং কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।
আনন্দবাজার/তাঅ