শেয়ারবাজারের অচল অবস্থা কাটাতে বিনিয়োগের জন্য সরকার ব্যাংকগুলোকে তহবিল যোগানের ঘোষণায় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে চলছে চাঙ্গাভাব।
মঙ্গলবার সকাল ১০টায় বাজার শুরুর পর দশ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে ৯৩ পয়েন্ট বা দুই শতাংশ বেড়ে যায়। তারপর এক দফা কিছুটা নামলেও পরে মোটামুটি স্থিতিশীল সূচক নিয়ে এগোতে থাকে লেনদেন।
বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বা ২.২৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৬ পয়েন্টে অবস্থান করছিল।
আর ওই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২১৩ পয়েন্ট বা ১.৫ শতাংশ বেড়ে অবস্থান করছিল ১৩ হাজার ৫৯৪ পয়েন্টে।
ডিএসইতে তখন পর্যন্ত ২১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর সিএসইতে হাতবদল হয় ৬ কোট ৫০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার।
অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৫টির দর বাড়ে, ১০টির কমে ও ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/এফআইবি