ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় তেলের বৈশ্বিক চাহিদা সর্বনিম্নে নামার শঙ্কা

বর্তমানে বিশ্ব বাণিজ্যেও খরাপ প্রভাব ফেলছে  করোনা ভাইরাস। এমনকি এর প্রভাব জ্বালানি তেলেও পড়েছে। এমনিতেও আগে থেকে খারাপ সময় পার করছিলো এ পণ্যটি। একইসাথে করোনার প্রভাবে পণ্যটির বাজারের অবস্থা বর্তমানে আরো টালমাটাল। এতে  পণ্যটির চাহিদা কমছে অপ্রত্যাশিত হারে। এমনকি দামও কমছে ।

এ পরিস্থিতির মধ্যেই গোল্ডম্যান স্যাকস বলেছেন, চলতি বছর জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা কমে এক দশকের বেশি সময়ের সর্বনিম্নে নামার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির পণ্যবাজার বিশ্লেষণ বিভাগের বৈশ্বিক প্রধান জেফ কারি সম্প্রতি বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাত্কারে এ সম্ভাবনার তথ্য জানিয়েছে।

আর এই কারনে কমতির দিকে থাকতে পারে পণ্যটির বৈশ্বিক চাহিদা। জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক গড়ে ৩ লাখ থেকে ৫ লাখ ব্যারেল কমে যেতে পারে। অপরদিকে চাহিদা হ্রাসের প্রভাব পড়বে পণ্যটির দামে। গোল্ডম্যান স্যাকস ধারণা করছে, বছরজুড়ে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমে ব্যারেলপ্রতি গড়ে ৬৩ ডলারে নামতে পারে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন