ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্সকে ছাড়িয়েছে করোনা : চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮১২

আক্রান্ত এবং মৃতের সংখ্যার দিক দিয়ে সার্সকে ছাড়িয়ে গেছে করোনাভাইরাস। শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চীনে মোট নিহত হয়েছেন ৮১২ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৫১ জন। ২০০৩ সালে সার্স ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছিল ৭৭৪ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৮০৯৮ জন।

শনিবার একদিনেই চীনে নিহত হয়েছেন ৮৯ জন। এদিন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৬ জন। সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে চীনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২৫১ জনে।

চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে ঘরে ফেরা মানুষের সংখ্যা বাড়ছে। শনিবার পর্যন্ত ২ হাজার ৬৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে একজন ম্যাকাওয়ের এবং একজন তাইওয়ানের।

করোনায় আক্রান্ত হয়ে নিহতদের বেশিরভাগই হুবেই প্রদেশের। প্রদেশটির উহান শহর থেকেই মূলত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। সংক্রমণ ঠেকাতে হাসপাতাল নির্মাণ, করোনাভাইরাস শনাক্তের কিট এবং এর প্রতিষেধক আবিষ্কারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।

চীন ছাড়াও এই ভাইরাস মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ২৩টি দেশে শনাক্ত হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন