ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে পারবে বিদেশিরা

এখন থেকে বন্ধ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে পারবে বিদেশি বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগ কারীদের আকৃষ্ট করতে নতুন এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার  বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে,কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে নিজস্ব মালিকানাধীন শেয়ার বিক্রি করতে পারবে সেই  বিনিয়োগকারীরা এবং সেই অর্থ ফেরত নিয়ে যেতে পারবে তারা। যদি আদালত কোনো কোম্পানি বন্ধের নির্দেশ দেয়। তাহলে সেই অর্থ নেয়ার জন্য  আদেশের কপিসহ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হবে। এক্ষেত্রে বিনিয়োগকারী শেয়ারের সংখ্যা, অর্থের পরিমাণ, করকর্তন এবং অবসায়কের সনদসহ যাবতীয় কাগজপত্র দাখিল করতে হবে। স্বেচ্ছায় বন্ধ করতে চাইলে সবধরনের কাগজপত্র কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করলেই চলবে। তবে বিদেশি বিনিয়োগকারীদের আবেদন কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক অবশ্যই সবধরনের কাগজপত্র ও নিয়মনীতি পরিপালনের যথাযথ পরিপালন বিষয়টি নিশ্চিত করতে হবে।

তাছাড়া, কোম্পানি গঠনের সার্টিফিকেট, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন, রিটার্ন অব অ্যালটমেন্ট, ইনস্ট্রুমেন্ট অব ট্রান্সফার শেয়ার, অডিটেড ব্যালান্সশিট, অবসায়কের সনদ, সিআইবি রিপোর্ট, কর সনদপত্র ইত্যাদি দলিলাদি যথাযথ বাবে উপস্থাপন করতে হবে ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন