সরকার দেশকে দারিদ্র মুক্ত করতে হাতে নিয়েছে নানা পরিকল্পনা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কথা বলেন ইতালির রোমে স্থানীয় আওয়ামী লীগেরে গণসংবর্ধনা অনুষ্ঠানে।
তিনি বলেন, আমাদের দেশে যেন কোন দরিদ্র না থাকে। শহরের উন্নয়নের সাথে গ্রামেরও যেন উন্নয়ন হয় সেই লক্ষ্যে কার্যকর ভূমিকা হাতে নিয়েছে সরকার।
আরও পড়ুন : বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর
প্রধানমন্ত্রী আরো জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে সুদূরপ্রসারি পরিকল্পনায় এগিয়ে নিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার কমাতে চলছে উন্নয়নের কাজ । এখন পর্যন্ত হতদরিদ্র ১০ ভাগ কমানো হয়েছে। চলতি বছরের মাঝে দরিদ্রের হার কমাতে সক্ষম হবো আমরা।
আনন্দবাজার/ এইচ এস কে